NixStar অ্যাপ এ যেভাবে Achievements আনলক করবেন

NixStar অ্যাপ এ কিভাবে Achievements আনলক করবেন তা বুঝতে পারছেন না তাইতো ? তাই এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই কনটেন্টটি। এই কনটেন্টে NixStar অ্যাপ এ কিভাবে Achievements আনলক করবেন তার প্রতিটা কাজ ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।

বর্তমানে NixStar খুব জনপ্রিয় একটি অ্যাপ যার মাধ্যমে অনেকেই টাকা ইনকাম করছে। কিন্তু এই অ্যাপটি যখন আপনি প্রথমবার ইন্সটল করে লগইন করবেন তখন এর Achievements লক অবস্থায় থাকবে। আর এই Achievements আনলক করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। চলুন তাহলে দেরি না করে সেই কাজগুলো কি কি দেখে নেয়া যাক।

আপনাদের বুঝার সুবিধার্থে Achievements আনলক করতে যে কাজগুলো করতে হবে সেগুলো নিচে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে কিছু স্ক্রিনশট যোগ করা হয়েছে যাতে আপনারা দেখে বুঝতে পারেন।

Achievements আনলক করার প্রথম ধাপ :

NixStar অ্যাপ এ Achievements আনলক করার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে তা হল একটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা। আপনি যখন প্লে স্টোরে NixStar লিখে সার্চ করবেন তখন আপনি নিচের ইন্টারফেজটি দেখতে পাবেন। এখান থেকে শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করবেন এবং লগইন করে নিবেন।

NixStar-অ্যাপ-এ-যেভাবে-Achievements-আনলক-করবেন

Achievements আনলক করার দ্বিতীয় ধাপ :

NixStar অ্যাপটি যখন আপনার মোবাইলে ইন্সটল হয়ে যাবে তখন আপনি তার ভিতরে প্রবেশ করলেই বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন এবং আপনার ফোনের নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে, সেখানে কয়েকটি ট্যাব রয়েছে। তার মধ্যে Achievements লেখা ট্যাবে ক্লিক করলেই দেখতে পাবেন যে, আপনার Achievements টি লক হয়ে আছে।

NixStar-অ্যাপ-এ-যেভাবে-Achievements-আনলক-করবেন



NixStar-অ্যাপ-এ-যেভাবে-Achievements-আনলক-করবেন

আর তার সাথে সাথে আপনি উপরের স্ক্রিনশট এ চিহ্নিত অংশের মতো দেখতে পাবেন, যার ওপরে Progress লেখা থাকবে। এই চিহ্নটি দ্বারা আপনার Achievements কতটুকু আনলক হয়েছে তা খুব সহজেই বুঝতে পারবেন।

Achievements আনলক করার তৃতীয় ধাপ :

NixStar অ্যাপ এর Achievements আনলক করার আসল এবং শেষ ধাপ হচ্ছে এটি। Achievements আনলক করার জন্য আপনাকে তেমন কোন কাজ করতে হবে না শুধুমাত্র NixStar এ যেই ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। Achievements আনলক করার একটিই মাত্র কাজ, আর তা হচ্ছে ভিডিওগুলো দেখা এবং লাইক কমেন্ট করা।

NixStar-অ্যাপ-এ-যেভাবে-Achievements-আনলক-করবেন

আপনি যখন অ্যাপ এর ভিডিও গুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তখন আস্তে আস্তে আপনার Progress বৃদ্ধি পেতে থাকবে। আর Progress বৃদ্ধি পেতে পেতে যখন তা 100 % হয়ে যাবে তখন আপনার Achievements টি অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে।  Achievements আনলাক হয়ে গেলে নিজের স্ক্রিনশট এর মত দেখাবে।
NixStar-অ্যাপ-এ-যেভাবে-Achievements-আনলক-করবেন

Achievements আনলক - শেষ কথা

Achievements আনলক করা আশা করি পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন। এটি খুবই সহজ একটি কাজ। শুধুমাত্র অ্যাপটি ইন্সটল করে আপনি যদি এখানে ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন তাহলে আস্তে আস্তে আপনার Progress বৃদ্ধি পেয়ে Achievements অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। কনটেন্ট টি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ 😍

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url